১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


তিনটি ব্যাক ক্যামেরাসমৃদ্ধ হুয়াওয়ের নতুন স্মার্টফোন

-

পি-সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হুয়াওয়ে পি২০ প্রো স্মার্টফোন বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে হুয়াওয়ে। স্মার্টফোনের জগতে বিশ্বের প্রথম লাইকা লেন্সের তিন ক্যামেরার এই মোবাইলে রয়েছে অভূতপূর্ব এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার। অত্যাধুনিক প্রযুক্তি এবং শৈল্পিক নকশার হুয়াওয়ে পি২০ প্রো স্মার্টফোন ব্যবহারকারীদের দেবে অনন্য অভিজ্ঞতা। হুয়াওয়ে পি২০ প্রো স্মার্টফোনে পেশাদার ও মানসম্মত ছবি তোলা যাবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই।
হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ)-এর কান্ট্রি ডিরেক্টর অ্যারন বলেন, হুয়াওয়ে পি২০ প্রোর তিনটি লাইকা ব্যাক ক্যামেরা এবং শক্তিশালী এআই ফিচারগুলো সহজেই গ্রাহকের মন কেড়ে নেবে বলে আমাদের বিশ্বাস। স্মার্টফোনের বর্তমান বাজারে শুধু হুয়াওয়ে পি২০ প্রো দিচ্ছে সর্বোচ্চ পিক্সেল বিশিষ্ট লাইকা তিন ক্যামেরা, যার বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ৪০ মেগা পিক্সেল আরজিবি সেন্সর, একটি ২০ মেগা পিক্সেলের মনোক্রোম সেন্সর এবং টেলিফটো লেন্সের একটি ৮ মেগাপিক্সেলের সেন্সর। সেলফি তোলার জন্য হুয়াওয়ে পি২০ প্রো-তে আছে অত্যাধুনিক সৌন্দর্যকরণ এবং থ্রিডি পোট্রেইট লাইটিংসমৃদ্ধ ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। উপযুক্ত স্কিন টোন ঠিক করে সুন্দর সেলফি তোলার অভিজ্ঞতা দেবে এই স্মার্টফোন।৬.১ ইঞ্চি স্ক্রিন, দৃষ্টিনন্দন বেজেল, বই পড়া এবং গেম খেলার জন্য ফোনের চমৎকার স্ক্রিন থেকে বডির আনুপাতিক হারসমৃদ্ধ এই স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ৮.১, ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম।
অত্যাধুনিক এই স্মার্টফোন অগ্রিম বুকিংয়ে গ্রামীণফোনের গ্রাহকরা পাচ্ছেন সাত দিন মেয়াদি ৬ জিবি ইন্টারনেট ডাটা একদম ফ্রি। এ ছাড়া, ওই ক্রেতারা সাত দিন মেয়াদের ৪ জিবি ডাটা কিনতে পারবেন মাত্র ১৪৯ টাকায় এবং এটি তিন মাসে সর্বোচ্চ ছয়বার ক্রয় করা যাবে। গ্রামীণফোনের গ্রাহকরা মাত্র ১০ হাজার টাকায় পি২০ প্রোর অগ্রিম বুকিং দিতে পারবেন। আগামীকাল পর্যন্ত অগ্রিম বুকিং দেয়া যাবে। এই স্মার্টফোনটির মূল্য ৮২ হাজার ৯৯০ টাকা।

 

 

 


আরো সংবাদ



premium cement
কিছু দেশ কেন নিজেদের মুদ্রার দাম কমিয়ে রাখতে চায় অবৈধ অভিবাসন প্রত্যাশীদের রোধ করতে বেলারুশের সাথে সীমান্তে পোল্যান্ডের কড়াকড়ি আরোপ রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ ভারতীয় শ্রমিকরা ইসরাইলি সৈন্যদের ছাউনি, ফিলিস্তিনিদের বন্দীশালা নির্মাণ করছে! বরের বয়স ১০০, কণের ৯৬! সিনেমার গল্পকেও হার মানানো প্রেমকাহিনী কোহলির দুরন্ত ইনিংস, পাঞ্জাবকে হেলায় হারাল বেঙ্গালুরু আত্মসম্মানে আঘাত, অধিনায়কত্ব ছাড়ছেন রাহুল! দেড় বছর পর ভারতে রাষ্ট্রদূত পাঠাচ্ছে চীন চলতি বছরেই শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন অস্ত্রের চালান স্থগিত, যুক্তরাষ্ট্রকে যা বলল ইসরাইল রাফায় বড় অভিযান চালিয়েও হামাসকে হারানো সম্ভব নয় : হোয়াইট হাউস

সকল