কানায় কানায় পূর্ণ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট
- শাহেদ মতিউর রহমান
- ১০ জুন ২০২৩, ১৩:০২, আপডেট: ১০ জুন ২০২৩, ১৫:২৪
বাংলাদেশ জামায়াত ইসলামীর সমাবেশ ঘিরে ইতোমধ্যে রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বাইরের রাস্তাতেও জড়ো হয়েছে কয়েক হাজার নেতা-কর্মী।
শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে জামায়াতের আজকের সমাবেশ। এর আগে বেলা সাড়ে ১১টায় মিলনায়তনের দায়িত্ব বুঝে নেযন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি ও মুখপাত্র মতিউর রহমান আকন্দ।
আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমীর আব্দুলাহ মোহাম্মদ তাহের। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল।
এদিকে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের ভেতরে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে। নেতাকর্মীরা ‘লিল্লাহি তাকবীর, আল্লাহ আকবর,’ ‘বাংলাদেশ জামায়াত ইসলামী, জিন্দাবাদ, জিন্দাবাদ,’ ‘এই মুহূর্তে দরকার, তত্ত্বাবধায়ক সরকার’ নানা স্লোগান দিয়ে যাচ্ছে। নেতাদের মুক্তির দাবিতেও স্লোগান দিচ্ছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি পায় দলটি। এরপর থেকে দলটিকে কোনো বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।