৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানোয় তীব্র নিন্দা

জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানোয় তীব্র নিন্দা -

দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ‘প্রোপাগান্ডা স্কোয়াড তৈরি করে গুজব ছড়াচ্ছে বিএনপি-জামায়াত’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বুধবার এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ১৫ সেপ্টেম্বর দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘প্রোপাগান্ডা স্কোয়াড তৈরি করে গুজব ছড়াচ্ছে বিএনপি-জামায়াত’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সম্পর্কে যেসব কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। প্রতিবেদনে ‘কোটি কোটি টাকা ব্যয়ে বিএনপি-জামায়াতের পক্ষে দেশ-বিদেশে কাজ করে যাচ্ছে অর্ধ শতাধিক প্রোপাগান্ডা স্কোয়াড এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিএনপি-জামায়াতের নিয়ন্ত্রণে তৈরি করা হয়েছে প্রোপাগান্ডা স্কোয়াড’ মর্মে জামায়াত সম্পর্কে যেসব আজগুবি কথা-বার্তা বলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

এগুলো সংশ্লিষ্ট প্রতিবেদকের কাল্পনিক মনগড়া বক্তব্য। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই জামায়াতে ইসলামী দেশে বা বিদেশে এ ধরনের কোনো প্রোপাগান্ডা স্কোয়াড তৈরি করেনি এবং জামায়াতে ইসলামী কখনো এ ধরনের হীন মানসিকতা চিন্তাও করে না। আমরা এ মিথ্যা ও কাল্পনিক প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিক পরিকল্পিতভাবে জামায়াতের বিরুদ্ধে একের পর এক মিথ্যা রিপোর্ট প্রকাশ করছে। জনমনে জামায়াতের ভাবমর্যাদা নষ্ট করার অপচেষ্টা এবং জামায়াতের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের ওই অপচেষ্টা কখনো সফল হবে না ইনশা-আল্লাহ।

আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই জামায়াতে ইসলামী সর্বদা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিকপন্থা অবলম্বন ও আইনসম্মতভাবে সংগঠনের সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। এর বাইরে জামায়াতের আর কোনো তৎপরতা নেই।

ভবিষ্যতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এ ধরনের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
প্রেস বিজ্ঞপ্তি

দেখুন:

আরো সংবাদ



premium cement
চলতি সপ্তাহেই গ্রেফতার হতে পারে নেতানিয়াহু সিংড়ায় তাপদাহে শ্রমিকদের পাশে পরিবেশ কর্মীরা চেলসি ছাড়ার ঘোষণা দিলেন থিয়াগো সিলভা ৪৩ ডিগ্রিও ছাড়িয়ে গেল পাবনার তাপমাত্রা আবুল কাশেম ও শাহনাজ পারভীনের ইন্তেকালে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের শোক বান্দরবানে উপজেলা নির্বাচনের আগ মুহূর্তে সরে দাঁড়ালেন আ’লীগের প্রার্থী যশোরে ইজিবাইকচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার পদত্যাগ করুন দেশের মানুষকে বাঁচান : সরকার‌কে ফারুক ‘জয়বাংলা ব্লাড স্কিম’ রাবি ছাত্রলীগের সিট দখলের নতুন কৌশল ইসরাইলি পণ্য বয়কট : মালয়েশিয়ায় কেএফসির শতাধিক আউটলেট বন্ধ গাজায় বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়েছে ১০ হাজারের বেশি লাশ

সকল