০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেলাই মেশিন বিতরণ

অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেলাই মেশিন বিতরণ - ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীতে অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নুরুল ইসলাম বুলবুল সোমবার ২০ জন অসহায় দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও নারীদের আত্মকর্সংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

নুরুল ইসলাম বুলবুল বলেন, আমরা এখন করোনাকালীন দুর্যোগ পার করছি। এই দুর্যোগে প্রায় সব পেশার মানুষই ক্ষতির মুখে হয়েছে। এমনকি মা-বোনেরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কর্মসংস্থানের ক্ষেত্রে এখন সবচেয়ে বেশি জরুরি কৃষি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের যথাযথ পৃষ্ঠপোষকতা। করোনা দুর্যোগ মোকাবেলায় জামায়াতে ইসলামী অনেকের আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ একাধিক উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের মধ্য দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আশা করি আমাদের এই ক্ষুদ্র চেষ্টা বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে কিছুটা হলেও সহায়ক হবে।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মহামারির এই সময়ে জনজীবন আরো কঠিন হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ। এমতাবস্থায় ইনসাফভিত্তিক ইসলামী সমাজব্যবস্থা ছাড়া মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে না। তিনি বলেন, নারী-পুরুষ সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে কোভিড-১৯ পরিস্থিতি উত্তরণে ভূমিকা রাখতে হবে। সেই সাথে নারী পুরুষের অংশগ্রহণে ইসলামী সমাজব্যবস্থা গঠনের বিকল্প নেই। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রকৃতভাবে একে অপরের সহযোগিতা সহমর্মিতার মাধ্যমে নিশ্চিত হয়ে থাকে।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য ও কদমতলী থানা উত্তরের আমীর আব্দুর রহীম জীবন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য ও কদমতলী থানা পশ্চিমের আমীর মোহাম্মদ মহিউদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য শাহীন আহমদ খান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
রাখাইনে রোহিঙ্গাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে চাকরিতে প্রবেশের বয়স ৩৫, কোটায় ৩৭ বছর করার সুপারিশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইইউ বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নতিতে বড় সুবিধাভোগী উত্তর-পূর্ব ভারত : এস জয়শঙ্কর পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বাধীনতা হরণের নামান্তর ড. ইউনূসের বিরুদ্ধে রংপুরে শ্রম আদালতের মামলা স্থগিত ৭ মে পর্যন্ত হজের ভিসা আবেদনের সময় বাড়ল খালিস্তানিদের পাশে থাকার বার্তা ট্রুডোর উদ্বেগ ভারতের কাশ্মিরে ৩৭০ ধারা কেউ ফিরিয়ে আনতে পারবে না : অমিত শাহ ছুটি

সকল