০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ আলেম ইদ্রিস আল মুনাইসীর ইন্তেকালে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার শোক

যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ আলেম ইদ্রিস আল মুনাইসীর ইন্তেকালে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার শোক। - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ আলেম শায়খ ইদ্রিস আল মুনাইসীর ইন্তেকালে গভীর শোক জানিয়েছে ‘আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ’।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আল্লামা কারী আবু রায়হান, নির্বাহী সভাপতি শায়খ সালাহউদ্দিন জাহাঙ্গীর ও মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী এই শোক জানান।

শোকবার্তায় সংগঠনের মুখপাত্র ও মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, তিনি ছিলেন সৎ, নির্ভীক, বিনয়ী, প্রাজ্ঞ আলেম ও যোগ্য অভিভাবক। তার ইন্তেকালে শুধু আমেরিকার মুসলিমরা নয় বরং পুরো মুসলিম বিশ্ব এক শ্রেষ্ঠ অভিভাবককে হারালো। দলমত নির্বিশেষে সবার কাছে তিনি ছিলেন আস্থাবান মুরুব্বি।

তিনি আরো বলেন, শায়খ ইদ্রিস আল মুনাইসীর আমরণ ইখলাস ও নিষ্ঠার সাথে দ্বীনের বহুমুখী খেদমত এবং বলিষ্ঠ নেতৃত্ব ও ত্যাগ-তিতিক্ষা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে অঙ্কিত থাকবে।

সংগঠনের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবার, ছাত্র ও হিতাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। একইসাথে আল্লাহ তায়ালা যেন তাদেরকে ‘সবরে জামিল’ ইখতিয়ার করার তাওফিক দান করেন এবং মরহুমকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসীব করেন সেই কামনা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement