০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


রমজানের মধ্যেই মাওলানা মামুনুল হককে মুক্তি দিতে হবে : হেফাজত

রমজানের মধ্যেই মাওলানা মামুনুল হককে মুক্তি দিতে হেফাজতের বিবৃতি - ছবি : সংগৃহীত

পবিত্র রমজানের মধ্যেই হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন সংগঠনটির কারামুক্ত নেতারা। তারা বলেছেন, ‘মাওলানা মামুনুল হক একজন নায়েবে রাসুল ও দেশের শীর্ষ আলেম। একজন হাফেজে কোরআন ও শাইখুল হাদিস। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আজ তিন বছর যাবৎ কারাবন্দী তিনি। তাকে সকল সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে।’ তারা তারা খুব শিগগির মাওলানা মামুনুল হকের মুক্তি দাবি করেছেন।

বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা আরো বলেন, তার প্রতি রাষ্ট্রযন্ত্র চরম অবিচার করছে। নাগরিক হিসেবে তার আইনি ও মানবাধিকার হরণ করা হচ্ছে। দেশে শীর্ষ দুর্নীতিবাজ, সন্ত্রাসী, হত্যা ও নারী ধর্ষণ মামলাসহ অনেক গুরুতর মামলার আসামিরা সহজে জামিন পায়, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দও এ ধরনের মামলায় দ্রুত বের হয়ে যায়। অথচ মাওলানা মামুনুল হক মুক্তি পান না। তিনি প্রতিনিয়ত ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। কোন কারণে মাওলানা মামুনুল হকের জামিন হচ্ছে না দেশবাসী তা জানতে চায়।

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ তিন বছর যাবত মিথ্যা মামলায় কারাগারে বন্দী আছেন শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক। অতি সাধারণ মামলায় তাকে এত দীর্ঘ সময় কারাগারে রাখা মারাত্মক অন্যায়। তিনি দীর্ঘ সময় কারাভোগ করে শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন। তার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার সন্তানেরা পিতৃস্নেহ থেকে বঞ্চিত হচ্ছে। তার ছোট ছোট সন্তানগুলো বাবার অপেক্ষায় থাকতে থাকতে আজ দিশেহারা।
তার ছাত্ররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে হাদিসের দরস থেকে। এসব পরিস্থিতিতে দেশের ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, ভক্ত অনুরক্তদের মধ্যে চরম ক্ষোভ তৈরি করেছে। যে কোনো সময় তার বিস্ফোরণ ঘটতে পারে। একজন মুহাদ্দিসের এহেন মানবেতর জীবন দেখে তৌহিদী ছাত্র জনতার মাঝেও ক্ষোভ ছড়িয়ে পড়ছে।

বিবৃতিতে কারামুক্ত নেতৃবৃন্দ আরো বলেন, মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী আলেমেদের মুক্তির দাবিতে ইতোপূর্বে প্রধানমন্ত্রীর সাথে দেশের শীর্ষ উলামায়ে কেরামের সাক্ষাৎ করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী তাদের দ্রুত মুক্তি দেয়ার আশ্বাস দিয়েছেন। অথচ আজ এক বছরের অধিক সময় অতিবাহিত হলেও আমরা এর কোনো কার্যকারিতা দেখছি না। সর্বশেষ গত ১১ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলেমদের একটি শীর্ষস্থানীয় প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। তারা আসন্ন ঈদের পূর্বেই মাওলানা মামুনুল হকের মুক্তি দাবি জানিয়েছেন। আমরা রমজানের মধ্যেই মাওলানা মামুনুল হকের মুক্তি চাই। অন্যথায় যে কোনো কঠিন পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী হতে হবে।

কারামুক্ত উলামায়ে কেরাম ও নেতৃবৃন্দের মধ্যে বিবৃতিদাতারা হলেন, মাওলানা জুনায়েদ আল হাবিব, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা ইউসুফ আশরাফ, মাওলনা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মনির হোসাইন কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি হারুন ইজহার, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা নাসিরউদ্দীন মুনীর, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মুফতি বশির উল্লাহ, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা নূর হোসাইন নূরানী, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতী শরাফত হোসাইন, মুফতি ফখরুল ইসলাম, মুফতি আজহারুল ইসলাম, মাওলানা জাকারিয়া নোমান ফয়জি, মুফতি আমির হামজা, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মুফতি শরীফ উল্লাহ, মাওলানা এহসানুল হক, মাওলানা হাফেজ এহতেশামুল হক সাখী, মাওলানা শরিফ হুসাইন, মাওলানা আহমদুল্লাহ, মাওলানা হাফেজ সানাউল্লাহ, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা ইন'আমুল হাসান ফারুকী, মাওলানা মঞ্জুরুল হাসান নাদিম প্রমুখ।


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ ফরিদপুরে বৃষ্টিতে পাটচাষে সাশ্রয় হলো ৫০ কোটি টাকার জ্বালানি সিআইপি কার্ড পেলেন ১৮৪ ব্যবসায়ী হামাসের কায়রো ত্যাগ, যুদ্ধবিরতি চুক্তি মানবে না ইসরাইল! ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৩১ পাবনায় পরাজিত প্রার্থীর অর্ধশত সমর্থকদের বাড়িতে হামলা, মুক্তিযোদ্ধাসহ আহত ৫ অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মৃত্যুতে মাগুরায় স্মরণ সভা সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে ২ যুবকের যাবজ্জীবন রেডি টু কুক ফিশ বাজারজাতকরণে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ এসওইগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ ১৭ ভরি স্বর্ণসহ আঙ্গুল কাটা গ্রুপের ৩ সদস্য গ্রেফতার

সকল