০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


সুদানে প্রবীণ সেনাদের হাতে অস্ত্র তুলে নেয়ার আহ্বান

-

দেশকে বিদ্রোহীদের হাত থেকে রক্ষা করতে সেনাবাহিনীর প্রবীণ সদস্যদেরকে হাতে অস্ত্র তুলে নেয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার সুদানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ আহ্বান জানায়। এক টেলিভিশন বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী ইয়াসিন ইব্রাহিম বলেন, বিদ্রোহী বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সব নিয়মনীতি ভঙ্গ করে লড়াই চালিয়ে যাচ্ছে। তারা মানবিক যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। সেনাঘাঁটি ও প্রতিষ্ঠানে হামলা চালিয়ে যাচ্ছে।
এক মাসের বেশি সময় ধরে চলা সঙ্ঘাতের জন্য আরএসএফকে অভিযুক্ত করে ইব্রাহিম বলেন, তারা রাষ্ট্রের সম্মানিত ব্যক্তিবর্গ যেমন লেখক, সাংবাদিক, বিচারক, ডাক্তার নির্বিশেষে সবাইকে তাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। তাদের ওপর হামলা চালাচ্ছে, তাদেরকে গ্রেফতার করছে। এমনকি অবসরে যাওয়া সেনাবাহিনীর প্রবীণ সদস্যদেরও তারা গ্রেফতার করছে।


আরো সংবাদ



premium cement