২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

দুই সপ্তাহের মধ্যে ষষ্ঠ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

-

আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এবার জাপান বরাবর সাগরে দু’টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। গতকাল বৃহস্পতিবার প্রায় দুই সপ্তাহের মধ্যে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে বুধবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের পর এ পরীক্ষা চালায় তারা।
মঙ্গলবার দেশটি একটি মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লে তা জাপানের উপর দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে। এর জবাবে সাগরে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যৌথ মহড়া চালায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র; এ সময় তাদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই আকাশে বিধ্বস্ত হলে দক্ষিণ কোরিয়ার উপকূলীয় নগরী গ্যাংনিউংয়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পিয়ংইয়ংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবরটি দিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ ও জাপান সরকার। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন, ‘অল্প সময়ের মধ্যে এটি ষষ্ঠবার, সেপ্টেম্বরের শেষ দিকেরটির পর থেকে চলছে। এটি মোটেও সহ্য করা যায় না।’


আরো সংবাদ



premium cement