০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ভারতীয় মুদ্রার রেকর্ড পতন

-

আটকানো যাচ্ছে না ভারতীয় মুদ্রা রুপির দামের পতন। সোমবার আরো তলিয়ে গিয়ে রেকর্ড নিচে নামল ভারতীয় মুদ্রা। ৫৮ পয়সা বেড়ে ডলার এই প্রথম পৌঁছল ৮১.৬৭ রুপির। গত চারটি লেনদেনে ডলার উঠেছে মোট ১৯৩ পয়সা। আমেরিকা ৭৫ বেসিস পয়েন্ট সুদ বাড়ানোর পরেই বৃহস্পতি ও শুক্রবার তা ৮০ এবং ৮১ রুপি ছাড়ায়। এখন ৮২ রুপি হওয়া সময়ের অপেক্ষা বলে দাবি সংশ্লিষ্ট মহলের।
এ নিয়ে ভারতের মোদি সরকারের বিরুদ্ধে ফের আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। কিভাবে তা মূল্যবৃদ্ধিকে আরো চড়িয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেলবে, সোমবার তা টুইটে ভিডিও দিয়ে ব্যাখ্যা করেন কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাটে। নরেন্দ্র মোদির প্রথম দফায় শপথ নেয়ার দিনে ৫৮.৬২ টাকার ডলারের দামের সাথে টানেন তুলনাও।


আরো সংবাদ



premium cement