২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বিদ্রোহী সেনাদের হাতে আটক বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট

-

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে বিদ্রোহী সৈন্যদের হাতে আটক হয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা এবং পশ্চিম আফ্রিকার একজন কূটনীতিকের বরাত দিয়ে সোমবার আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানিয়েছে। গত রোববার রাতে রাজধানী ওয়াগাদুগুতে প্রেসিডেন্ট প্রাসাদের চারপাশে তুমুল গোলাগুলির খবর আসে। তারপর প্রেসিডেন্টের আটক হওয়ার এই খবর এলো।
গতকাল সোমবার সকালে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে রাষ্ট্রপতি বহরের বেশ কয়েকটি সাঁজোয়া যানে গুলির অনেকগুলো চিহ্ন দেখা গেছে। এগুলোর একটিতে ছিটকানো রক্তের দাগ লেগেছিল। প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশের বাসিন্দারা রাতভর ব্যাপক গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন। গত রোববার বেশ কয়েকটি সামরিক ক্যাম্প থেকে কয়েক ঘণ্টা ধরে গোলাগুলির শব্দ শোনা যায়। ওই সময় একটি সামরিক অভ্যুত্থানের গুঞ্জন ছড়িয়ে পড়লেও সরকার তা অস্বীকার করেছিল। তবে ওই সব ক্যাম্পের বিদ্রোহী সেনারা জঙ্গিদের বিরুদ্ধে তাদের লড়াইয়ে আরো সমর্থন দাবি করছিল।
সম্প্রতি পশ্চিম আফ্রিকার এই দেশটিতে বিদ্রোহীরা কিছুদিন পরপরই বেসামরিক ও সেনাদের হত্যা করছিল। এতে দেশজুড়ে হতাশা ছড়িয়ে পড়ে। এদের কোনো কোনো অংশের সাথে ইসলামিক স্টেট (আইএস) ও আলকায়েদার সম্পর্ক আছে। ক্ষুব্ধ প্রতিবাদকারীরা রোববার রাস্তায় বের হয়ে এসে বিদ্রোহীদের প্রতি সমর্থন জানায় ও প্রেসিডেন্ট কাবোরের রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে তছনছ করে। সরকার পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত স্থানীয় সময় মধ্য রাত ২টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত কারফিউ জারি করে দুই দিনের জন্য সব স্কুল বন্ধ ঘোষণা করেছিল।
এর আগে রোববার যে অস্থিরতা দেখা দিয়েছিল তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছিল সরকার। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তারা প্রেসিডেন্ট রচ মার্ক ক্রিশ্চিয়ান কাবারের বাড়ির আশপাশে ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পায়। মাথার ওপর দিয়ে সামিরক হেলিকপ্টার উড়ে যেতে দেখে বলেও জানায়।
এর আগে, এক বিদ্রোহী সেনা ফোনের মাধ্যমে বলেন, প্রেসিডেন্টশিয়াল প্যালেসের কাছাকাছি প্রচণ্ড গোলাগুলি চলছে। তবে এপি তার এমন বক্তব্য স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি। এসব ঘটনার মধ্যেই রোববার টেলিভিশনে ভাষণে প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আইমি বার্থেলেমি সিম্পো অভ্যুত্থানের খবরকে গুজব বলে উড়িয়ে দেন।
বন্দুকযুদ্ধের ঘটনা অস্পষ্ট বলেও দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রপ্রধানকে আটক করা হয়নি। দেশের কোনো প্রতিষ্ঠান হুমকির মুখে নেই। আমরা এখন পর্যন্ত জানি না, হামলার পেছনের উদ্দেশ্য কী। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেক সেনা ব্যারাকে ফিরে গেছেন।


আরো সংবাদ



premium cement