০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


টোঙ্গায় অগ্ন্যুৎপাতে ব্যাপক ক্ষতি

-

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানিয়েছেন, শক্তিশালী অগ্নে্যুাৎপাতের পর সুনামির ঢেউয়ে প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার রাজধানীতে নুকু’আলোফায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে দেশটিতে থাকা নিউজিল্যান্ডের দূতাবাসের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাইপাই আগ্নেয়গিরির অগ্নে্যুাৎপাতের কম্পন পুরো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনুভূত হয়েছে। ফলে দ্বীপ রাষ্ট্র টোঙ্গার লক্ষাধিক মানুষ ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা বন্ধ হয়ে যায়।
এমন পরিস্থিতিতে যোগাযোগ করতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে মানবিক সহায়তাকারী দলগুলোর। গতকাল রোববার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘সুনামি রাজধানী নুকু’ আলোফার উত্তর দিকের উপকূলীয় এলাকায় ব্যাপকভাবে আঘাত হেনেছে। ঢেউয়ের তোড়ে সেখানকার নৌকা ও বড় বড় পাথর ভেসে গেছে। তবে এখনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

 


আরো সংবাদ



premium cement