২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা তালেবানের

-

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে আফগান তালেবান। সোমবার টুইটারে দেয়া এক পোস্টে দলের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ ঘোষণা দিয়েছেন।
জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তালেবান নেতৃত্ব ঈদের সময় সারা দেশে অপারেশন স্থগিত রাখতে যোদ্ধাদের নির্দেশ দিয়েছে। তিনি বলেন, দেশবাসী যেন নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব পালন করতে পারে সেজন্য ঈদের তিন দিন যাবতীয় অপারেশন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে যুদ্ধবিরতির এই সময়ে শত্রুর দিক থেকে যদি কোনো আঘাত আসে তাহলে সেটি থেকে নিজেকে এবং নিজেদের এলাকা নিরাপদ রাখার জন্য মুজাহিদিনদের প্রস্তুত থাকতে হবে। এ ছাড়া যুদ্ধবিরতি চলাকালে বর্তমানে আফগান বাহিনী অবস্থান করছে এমন স্থানগুলোতে তালেবান সদস্যদের না যাওয়ার পরামর্শ দিয়েছে দলটি। একইসাথে আফগান বাহিনীকেও তালেবান নিয়ন্ত্রিত এলাকায় ঢুকতে না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে আগামী বুধ বা বৃহস্পতিবার আফগানিস্তানে পবিত্র ঈদুল ফিতর পালিত হওয়ার কথা রয়েছে। গত বছরও ঈদের সময় তিন দিনের যুদ্ধবিরতি পালন করেছিল তালেবান।


আরো সংবাদ



premium cement