২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আফগানিস্তানে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান ভারত-ইইউর

-

আফগানিস্তানে তাৎক্ষণিক, স্থায়ী ও দেশজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ভারত ও ইউরোপিয়ান ইউনিয়ন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এখন চার দিনের সফরে ব্রিটেনে আছেন। সেখানে তিনি ইইউর শীর্ষ ডিপ্লোম্যাট জোসেফ বোরেলের সাথে বৈঠক করেন। আলোচনা শেষে তারা একসাথে বিবৃতি দেন।
জয়শঙ্কর এক টুইট বার্তায় বলেছেন, ইইউ/কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেলের সাথে হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে। ভারত-ইইউ নেতাদের বৈঠকের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। আগামী ৮ মে ভারত-ইইউ নেতাদের মিটিং অনুষ্ঠিত হবে।
জানা গেছে, শারীরিক উপস্থিতিতে নয়, বৈঠকটি হবে ভার্চুয়ালি। আলোচনায় কোভিড-১৯ এর চ্যালেঞ্জের পাশাপাশি নিরাপত্তা সহযোগিতা, যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ ও জলবায়ুর বিরুদ্ধে লড়াই নিয়ে কথা হবে। আফগানিস্তান নিয়ে জয়শঙ্কর ও বোরেলের যৌথ বিবৃতিতে উভয়পক্ষই কাবুলের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা ও সুরক্ষার আহ্বান জানিয়েছে। আফগানিস্তানের যেকোনো রাজনৈতিক বন্দোবস্তকে অবশ্যই সব আফগানের মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা রক্ষা করতে হবে বলে আবার নিশ্চিত করেছেন তারা।


আরো সংবাদ



premium cement