২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

জিনজিয়াংয়ে গণহত্যা ঠেকাতে যুক্তরাষ্ট্রের দায়িত্ব আছে : পেলোসি

-

চীনের উইঘুর সম্প্রদায়ের সাথে একাত্মতা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি উইঘুরদের আশ্বস্ত করে বলেছেন, গণহত্যা মোকাবেলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতা রয়েছে। উইঘুরদের হয়ে প্রচার চালানো প্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক শেষে তিনি বলেছেন, আমরা যদি বাণিজ্যিক স্বার্থের কারণে চীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে স্পষ্টভাবে কথা বলতে না পারি, তাহলে বিশ্বের যেকোনো স্থানের মানবাধিকারের পক্ষে কথা বলার সমস্ত নৈতিক কর্তৃত্ব আমরা হারিয়ে ফেলতে পারি।
গত ১ মার্চ উইঘুরদের জন্য প্রচার চালানো দলের সাথে বৈঠক করেছেন ন্যান্সি পেলোসি। ওই বৈঠকের সময় উইঘুরদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে উইঘুরদের গণহত্যা বন্ধ করার ব্যাপারে আপডেট ও আইনসম্মত অগ্রাধিকার বিষয়ে ন্যান্সিকে অবহিত করা হয়।

 


আরো সংবাদ



premium cement