২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ভারতের নির্দেশেই পার্লামেন্ট ভেঙেছেন ওলি : প্রচণ্ড

-

নয়াদিল্লির নির্দেশেই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেপালের পার্লামেন্ট ভেঙে দিতে সুপারিশ করেছিলেন বলে অভিযোগ করেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুস্পকুমার দহল ওরফে প্রচণ্ড। প্রধানমন্ত্রী ওলির জন্যই নেপালের শাসকদল কমিউনিস্ট পার্টিতে বিভাজনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার ভারত সফরে এসেছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গেওয়ালি। আর ঠিক তার আগের দিন এ অভিযোগ করেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী। বুধবার রাজধানী কাঠমান্ডুর নেপাল অ্যাকাডেমি হলে বক্তব্য রাখতে গিয়ে এ প্রসঙ্গে প্রচণ্ড বলেন, ‘কিছু দিন আগে থেকেই দলের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরে নেপালের পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন করারও সুপারিশ করেন রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারির কাছে। সেই মতো নেপালের পার্লামেন্ট ভেঙে দিয়ে জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করেন তিনি। এই দু’টি ঘটনাই ভারতের নির্দেশে হয়েছিল। এই বিষয়টি থেকে অন্য দিকে চোখ ঘোরানোর জন্য কিছু দিন আগে ওলি অভিযোগ করেছিলেন ভারতের স্বার্থ সিদ্ধির জন্য নেপাল কমিউনিস্ট পার্টির কিছু শীর্ষ নেতা তার সরকার ফেলার চেষ্টা করছেন। আসলেই এই ধরনের কোনো ঘটনাটিই ঘটেনি। আশাকরি এতদিনে নেপালের মানুষ এই সত্যিটা বুঝে গিয়েছেন।’
কিছুদিন আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যানালিসিস উইংয়ের প্রধান সামান্ত গোয়েলের সাথে বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী ওলি। তার বাসভবনে হওয়া দীর্ঘ তিন ঘণ্টার এই বৈঠকে নেপাল ও ভারত নিয়ে অনেক আলোচনা হয়। যেখান ওই দু’জন ছাড়া আর কেউ ছিল না। বৈঠকের পরেই জাতীয় পার্লামেন্ট ভেঙে দেয়ার সুপারিশ করেন ওলি। এই বিষয়টি উত্থাপন করে প্রচণ্ড অভিযোগ করেন, বালুওয়াটার এলাকায় থাকা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়িতে তিন ঘণ্টা ধরে বৈঠক করেছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান সামন্ত গোয়েল।


আরো সংবাদ



premium cement