০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


ইরানের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে : পম্পেও

-

বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতেও ইরানের ওপর আমেরিকার সব নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইরানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা বিবেচনা করে ইরানবিরোধী অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য যখন আমেরিকার ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে তখন পম্পেও এ বক্তব্য দিলেন।
গত মঙ্গলবার (৭ এপ্রিল) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে আরো বলেন, করোনার কারণে ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার ভাষায় মন্তব্য করেন, ইরান তার আচরণে পরিবর্তন না আনা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। তিনি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সুস্পষ্ট হস্তক্ষেপ করে বলেন, ইরানি জনগণের উচিত তাদের শাসনব্যবস্থায় পরিবর্তন আনা।


আরো সংবাদ



premium cement