২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মার্কিন মহাকাশ বাহিনীর মিশন শুরু

-

যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনী গত বৃহস্পতিবার তাদের প্রথম জাতীয় নিরাপত্তা মিশন চালু করেছে। করোনাভাইরাস মহামারী দেশটির বেশির ভাগ অঞ্চলে ছড়িয়ে পড়ার মধ্যেই যুক্তরাষ্ট্র একটি অতিসুরক্ষিত সামরিক যোগাযোগ উপগ্রহ কক্ষপথে পাঠাল।
লকহিড মার্টিন অ্যাডভান্সড এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি (এইএইচএফ) স্যাটেলাইটটি ফ্লোরিডার কেপ কানাভেরাল থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৪টা ১৮ মিনিটে একটি অ্যাটলাস ভি ৫৫১ রকেটে করে উৎক্ষেপণ করা হয়।এইএইচএফ-৬ নামের উপগ্রহটি লকহিড মার্টিন এইএইচএফ নক্ষত্রমণ্ডলে ষষ্ঠ এবং চূড়ান্ত।
জিওস্টেশনারি কক্ষপথে পৌঁছানোর পর উপগ্রহটি শুক্রবার ০৪০০ জিএমটির অন্যান্য পাঁচটি উপগ্রহের সাথে যোগ দেবে, যেগুলো ২০১০ থেকে ২০১৮ এর মধ্যে উৎক্ষেপণ করা হয়েছিল। লকহিড মার্টিনের মতে, উপগ্রহটি স্থল, সমুদ্র এবং বিমান ব্যবস্থায় কর্মরত কৌশলগত কমান্ড এবং কৌশলগত যুদ্ধের জন্য বৈশ্বিক, টেকসই ও সুরক্ষিত যোগাযোগের সক্ষমতা সরবরাহ করবে।


আরো সংবাদ



premium cement