০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


রাশিয়ার কাছ থেকে তথ্য নিয়ে ট্রাম্প ভুল করেননি : আইনজীবী

-

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুড জুলিয়ানিয়ান গুইলিয়ানি জোর দিয়ে বলেছেন, ২০১৬ সালের নির্বাচনী প্রচারাভিযানে রাশিয়ানদের কাছ থেকে তথ্য নেয়া ভুল ছিল না। গত বৃহস্পতিবার এ বিষয়ে রবার্ট মুলারের তদন্ত রিপোর্ট প্রকাশের পর রোববার গুইলিয়ানি এ কথা বলেন।
রিপোর্টে বলা হয়েছে, গত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করার মাধ্যমে সুবিধা পেতে চেয়েছিল রাশিয়া। এই উদ্দেশ্যে রুশ গোয়েন্দারা বিভিন্নভাবে তৎপরতাও চালিয়েছেন। রাশিয়া কানেকশন নিয়ে ২৩ মাসের দীর্ঘ তদন্ত শেষে রিপোর্ট জমা দেন রবার্ট মুলার। বৃহস্পতিবার ওই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়।
রুড গুইলিয়ানি বলেন, রাশিয়ান সরকারের প্রতিনিধিদের কাছ থেকে রাজনৈতিক সাহায্য পাওয়ার জন্য ট্রাম্পের প্রচেষ্টা সম্ভবত দুর্বল, কিন্তু অবৈধ নয়। রাশিয়ানদের কাছ থেকে তথ্য গ্রহণ কোনো ভুল নয়। রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্পের ছেলে ডোনাল্ড জুনিয়র, জামাতা জ্যারেড কুশনার ও নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান পল ম্যানফোর্ট এবং রাশিয়ার সাথে যুক্ত একজন আইনজীবীর সাথে ২০১৬ সালের জুনে ট্রাম্প টাওয়ারে বৈঠকের কথা বলা হয়েছে। বৈঠকে ট্রাম্পের প্রচারাভিযানে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ক্ষতিকারক কিছু তথ্য খোঁজা হচ্ছিল। তবে মুলারের ৪৪৮ পৃষ্ঠা রিপোর্টে প্রচারাভিযানে কোনো ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি এবং বিচারের প্রতিবন্ধকতার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।


আরো সংবাদ



premium cement