Naya Diganta

বরিশালে করোনায় আরো ২০ জনের মৃত্যু

বরিশালে করোনায় আরো ২০ জনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৮৪ জন। এ দিকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয়জন ও করোনা ওয়ার্ডে আক্রান্ত তিনজনসহ বিভাগে আরো আটজনের মৃত্যু হয়েছে।

করোনায় মৃতদের মধ্যে বরিশাল জেলায় দু’জন, পটুয়াখালীতে দু’জন, ভোলার একজন, পিরোজপুরে একজন, বরগুনার দু’জন ও ঝালকাঠি জেলায় তিনজন রয়েছেন। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৫৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: বাসুদেব কুমার দাস।

নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২৬৫ জন, পটুয়াখালীতে ১৭৮ জন, ভোলায় ১১৩ জন, পিরোজপুরে ২৪ জন, বরগুনায় ২৮ জন ও ঝালকাঠি জেলায় ৪৮ জন।