Naya Diganta

পেন্সিল স্কেচ এবং একটি মুখমণ্ডল

ম্যাগাজিনের পাতা
ওখানেই পড়ে থাকা বা না থাকা কথার আঁকাআঁকি
আমার কবিতাÑ পাশে পেন্সিল স্কেচ এবং একটি মুখমণ্ডল আঁকা

ভ্রƒ কুঁচকানো চোখের খোপে দিশেহারা ঢেউ
ক্ষত বিক্ষত শরীরে ওর ঘাপটি মেরে আছে ঘোর ও কুয়াশা
বহুদিনের পরিচিতÑ অথচ অচেনা মুখ
গ্রীবার নিচে বেহুদাই পড়ে আছে কতিপয় স্মৃতির আঙুল

ম্যাগাজিনটা হাতে নিয়েছি বলে তোমাকে দেখতে চেয়েছি ভেবো না
কবিতাটা পড়ার লোভে আটকে গেছি
কার কী এমন দায় আছে বলো?