০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


সরিষাবাড়ীতে বিদ্যুৎ সংযোগ নিয়ে সংঘর্ষ আহত-১০

সরিষাবাড়ীতে বিদ্যুৎ সংযোগ নিয়ে সংঘর্ষ আহত-১০ - ছবি : নয়া দিগন্ত

সরিষাবাড়ীতে শনিবার সকালে পল্লী বিদ্যুৎ নতুন লাইন সংযোগকে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনায় কমপক্ষে ১০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানী জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের ম্যালেটারীর মোড় নামক স্থানে চাঁন মিয়ার বাড়িতে পল্লী বিদ্যুৎ লাইনের সংযোগ নিয়ে স্থানীয় আতাউর রহমানের ছেলে মুনির হোসেন মনির গ্রুপের সাথে কথা কাটাকাটির জের ধরে শনিবার সকালে সংঘর্ষে ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়।

আহতরা হলেন, শাহিন (৪৫), আলী (৩৮), লিমন (১৮), বাহাজ উদ্দিন (৪৮), শুরুজ মিয়া (৩৮), বিপুল (৪০),
বিল্পব (৪৬), আ: রাজ্জাক (৬০), রাঙ্গা (৩০) ইলিম (৪৫), আব্বাস (৪৮), সুভাষ চন্দ্র (৪৫) ও পল্লী চিকিৎক মশাজাহান আলী (৫৬)।

মুনির হোসেন জানান, আমার প্রয়োজনে পল্লী বিদ্যুৎ লাইনটি লক্ষাধিক টাকা ব্যয় করে বাড়ি পর্যন্ত স্থাপন করেছি। এই লাইন থেকে নতুনভাবে সংযোগ দিতে হলে আমাকে টাকা দিতে হবে।

অপর দিকে প্রতিপক্ষ সোহেল মিয়া জানান, ওই বিদ্যুৎ লাইনে অফিসের চাহিদা অনুযায়ী নতুন করে ১০ কেভি ট্রান্সফরমার বসিয়ে সংযোগের জন্য আবেদন করলে অফিস আমার বাড়ির সংযোগের জন্য অনুমতি দেয়।

তিনি আরো জানান, অফিসের লাইনম্যানরা বাড়িতে সংযোগ দিতে এলে মনির মিয়া বাধা দেয়। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিস সরিষাবাড়ীর কোনো কর্মকর্তা-কর্মচারীর ফোনে বা অফিসে গিয়ে সাক্ষাৎ পাওয়া যায়নি। সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে পুলিশ সূত্র জানান।


আরো সংবাদ



premium cement