২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আমি মন্ত্রী হবো কোনোদিন ভাবিনি : ধর্ম প্রতিমন্ত্রী

সংবর্ধনাসভায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান - ছবি : নয়া দিগন্ত

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, আমি মন্ত্রী হবো তা কখনো ভাবিনি। শনিবার তার নির্বাচনী এলাকা জামালপুর-২ ইসলামপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তাকে শুভেচ্ছা জানাতে স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক-পেশাজীবী সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ শতাধিক তোরণ নির্মাণ করেন।

শনিবার দুপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল লতিফ সরকার। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি আবারো মাথাচাড়া দিয়েছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা দেয়া ও ভাঙার সাহস পায় কোথা থেকে? ইসলামপুরবাসীসহ সারা দেশের মানুষকে এদের প্রতিহত করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি, সদর আসনের এমপি মোজাফ্ফর হোসেন, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি বেগম হোসনে আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমীন চান, ইসলামপুর উপজেলা চেয়ারম্যান জামান আব্দুন নাসের ও পৌর মেয়র আব্দুল কাদের শেখ।

অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস মাজহারুল ইসলাম, এএসপি মো: সুমন মিয়া, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, যুবলীগের সাধারণ সম্পদক ফারান আহম্মেদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী মো: আবদুল্লাহর ইন্তেকালে তার পদটি শূন্য হয়। গত ২৪ নভেম্বর রাষ্ট্রপতি ফরিদুল হক খানকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেন।


আরো সংবাদ



premium cement