২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আমি মন্ত্রী হবো কোনোদিন ভাবিনি : ধর্ম প্রতিমন্ত্রী

সংবর্ধনাসভায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান - ছবি : নয়া দিগন্ত

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, আমি মন্ত্রী হবো তা কখনো ভাবিনি। শনিবার তার নির্বাচনী এলাকা জামালপুর-২ ইসলামপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তাকে শুভেচ্ছা জানাতে স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক-পেশাজীবী সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ শতাধিক তোরণ নির্মাণ করেন।

শনিবার দুপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল লতিফ সরকার। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি আবারো মাথাচাড়া দিয়েছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা দেয়া ও ভাঙার সাহস পায় কোথা থেকে? ইসলামপুরবাসীসহ সারা দেশের মানুষকে এদের প্রতিহত করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি, সদর আসনের এমপি মোজাফ্ফর হোসেন, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি বেগম হোসনে আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমীন চান, ইসলামপুর উপজেলা চেয়ারম্যান জামান আব্দুন নাসের ও পৌর মেয়র আব্দুল কাদের শেখ।

অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস মাজহারুল ইসলাম, এএসপি মো: সুমন মিয়া, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, যুবলীগের সাধারণ সম্পদক ফারান আহম্মেদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী মো: আবদুল্লাহর ইন্তেকালে তার পদটি শূন্য হয়। গত ২৪ নভেম্বর রাষ্ট্রপতি ফরিদুল হক খানকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেন।


আরো সংবাদ



premium cement
নাটোরে স্কুলছাত্রকে ডেকে নিয়ে হত্যা, আটক ৪ মেহেদির রঙ শুকানোর আগেই দুর্ঘটনায় তরুণ নিহত ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর কালিয়াকৈরে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী বাবা-ছেলে আহত কাপাসিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ রাশিয়ার ২৬টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের উত্তর কোরিয়ার সাথে আলোচনার ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র মাগুরায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু মিয়ানমারে সামরিক বাহিনী ‘অস্থায়ীভাবে’ ক্ষমতায় রয়েছে : জান্তা প্রধান গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলচালক নিহত উত্তরপ্রদেশে কারাগারে মুসলিম রাজনীতিবিদের মৃত্যু : ছেলের অভিযোগ বিষপ্রয়োগের

সকল