০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


ঋণের কারণে বন্ধ হয়ে গেল আলহাজ জুট মিল

-

ঋণের বোঝা মাথায় নিয়ে বন্ধ হয়ে গেল জামালপুরের সরিষাবাড়ীর আলহাজ জুট মিলস লিঃ। সেই সাথে কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়েছে প্রায় ৩ হাজার শ্রমিক।

মিলের একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, আলহাজ জুট মিলের প্রধান কার্যালয় ঢাকা অফিসের পিয়ন দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি গত শুক্রবার গভীর রাতে অঅলহাজ জুট মিলে আসে এবং তড়িগড়ি করে মিলের প্রধান গেটে মিল বন্ধের নোটিশ টানিয়ে রাতেই ঢাকার উদ্দেশ্যে চলে যায়। সংবাদটি সকালেই ছড়িয়ে পড়লে শ্রমিক-কর্মচারীরা ছুটে আসে মিল গেটে। শনিবার সকাল থেকেই বিক্ষোভে ফেটে পড়ে হাজারো শ্রমিক কর্মচারীরা। শুরু হয় দফায়-দফায় বিক্ষোভ প্রতিবাদ ও মিটিং মিছিল। মিল গেটে এক শ্রমিক-কর্মচারী সমাবেশে সিবিএ ভারপ্রাপ্ত সভাপতি জুলহাস উদ্দিন ও সাধারন সম্পাদক জাহিদ হোসেন বলেন রাতের অন্ধকারে কোন প্রকার আলোচনা ছাড়াই মালিক কর্তৃপক্ষ মিলে তালা ঝুলানো বা মিল বন্ধের নোটিশ টানানো শ্রম আইন লঙ্ঘন বলে দাবি করেন। এ ছাড়াও মিলের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন প্রায় ৭০ লক্ষ টাকা। অভিলম্বে মিলটি খুলে দেয়াসহ বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানান। রবিবার সকালে পূর্ব ঘোষনা অনুযায়ী শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করলে তা পুলিশের ধাওয়ার মুখে পণ্ড হয়ে যায়। অশান্ত হয়ে উঠে মিল এলাকা। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসন মিলের ভিতরে ও বাইরে মোতায়েন করেন অতিরিক্ত পুলিশ বাহিনী।

মিলের নিরাপত্তা প্রধান শিরাজুল ইসলাম দৈনিক নয়াাদিগন্তকে জানান, মিল বন্ধের ব্যাপারে আমরা কিছুই জানি না। হটাৎ প্রধান কার্যালয়ের পিয়ন দেলোয়ার এসে মিল গেটে তালা ঝুলিয়ে ও নোটিশ টাংগিয়ে রাতেই ঢাকার উদ্দেশ্যে চলে যায়।

মিলের নিরাপত্তা সুপারভাইজার ইনুস আলী জানান, শনিবার সকালে এসে মিল গেটে তালা ঝুলানো এবং গেটে মিল বন্ধের নোটিশ টানানো দেখতে পাই। এ ব্যাপারে মিলের কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করলে জানা যায় শুক্রবার রাতেই কর্মকর্তারা মিল ছেড়ে গা ঢাকা দিয়েছে ।

অপর দিকে, মিলের সাথে স্থানীয় পাট সরবরাহকারী ব্যাবসায়ীরা জানান, দীর্ঘদিন যাবৎ আমরা আলহাজ জুট মিলের সাথে পাট সরবরাহকারী হিসাবে ব্যাবসা চালিয়ে যাচ্ছি। মিলের কাছে আমাদের প্রায় ২০ কোটি টাকা পাওনা রয়েছে। পাট ব্যাবসায়ী হবিবর রহমান ও আব্দুল বারিক জানান আমাদের পাটের মুল্য পরিশোধ না করেই রাতের অন্ধকারে মিল বন্ধ করে গা ঢাকা দিয়েছে মিলের কর্মকর্তারা।

জানা যায়, জেলার ঐতিহ্যবাহী পাট শিল্প নগরী হিসাবে খ্যাত সরিষাবাড়ীর বৃহৎ শিল্প প্রতিষ্টান আলহাজ জুট মিলস্ লিমিটেড গত ১৯৬৭ সাল থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছিল। যেখানে প্রায় ৩ হাজার শ্রমিক-কর্মচারীরা কর্মরত রয়েছেন। হটাৎ মিলটি বন্ধ হয়ে যাওয়ার সংবাদে হতাশ হয়ে পড়েছে শ্রমিক-কর্মচারীরা।

এদিকে মিল বন্ধের ব্যাপারে যোগাযোগের জন্য মিলের ব্যাবস্থাপক এ কে এম নুরুল হুদার কোন হদিস পাওয়া যায়নি। তবে মিলের প্রধান কার্যালয়ের ব্যাবস্থাপনা পরিচালক জনাব হারুন অর রশিদ মোবাইল ফোনে জানান, আলহাজ জুট মিলটি বর্তমানে প্রায় ৮০ কোটি টাকার মত লোকশানে রয়েছে। প্রতিনিয়ত লোকশান গুনে মিল চালু রাখা সম্ভব নয়। তবে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ভাতাসহ ব্যাবসায়ীদের টাকা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকতা সাইফুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মিল এলাকায় সর্বক্ষণ পুলিশি নজরদারীতে রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement
মধ্য বয়স থেকে যে অভ্যাসগুলো আপনার আয়ু বাড়াবে শাল্লায় ২ চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ, কারাগারে ৪ পররাষ্ট্রমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের এফসিডিও'র ইন্দো-প্যাসিফিক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ রাফায় ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে : রাশিয়া মিরসরাইয়ে জাল ভোট, ৩ নির্বাচনী কর্মকর্তা আটক উপজেলা নির্বাচনের কেন্দ্রগুলো খাঁ খাঁ করছে : মেজর হাফিজ হজযাত্রীদের জীবন আল্লাহর রাস্তায় উজাড় করে দিতে হবে : জামায়াত আমির ডলারের দাম ৭ টাকা বাড়াল বাংলাদেশ ব্যাংক চুয়াডাঙ্গায় নির্বাচনে আটক ৩, প্যানেল চেয়ারম্যানের কারাদণ্ড নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে খেলবে স্কটল্যান্ড মারাদোনোর চুরি যাওয়া গোল্ডেন বল নিলামে উঠছে

সকল