০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


দরিদ্র রোগীদের চিকিৎসায় জাকাতের টাকা গণস্বাস্থ্যে দানের আহ্বান

-

দেশের বৃহত্তম গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার‘ এ দরিদ্র রোগীদের ব্যয় সাশ্রয়ে ও চিকিৎসার্থে জাকাতের টাকা দান করার আহ্বান জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
গতকাল গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ‘বিকল কিডনি রোগীদের বেঁচে থাকার চিকিৎসা হলো একমাত্র ডায়ালাইসিস। ডায়ালাইসিস সেবা অত্যন্ত ব্যয়বহুল। বিকল কিডনি রোগের সাথে রোগীদের বেশির ভাগেরই অন্য কোনো অসংক্রামক রোগ থাকেই। এ ছাড়া অন্যান্য চিকিৎসা খরচ, ওষুধ, যাতায়াত, বিশেষ খাবার ইত্যাদি খরচ বহন করতে হয়। দেখা যায়, রোগী যে আর্থিক অবস্থারই হোক না কেন, এই রোগীরা চিকিৎসা ব্যয় মিটাতে গিয়ে ধীরে ধীরে দরিদ্র থেকে দরিদ্রতর হতে থাকে। একপর্যায়ে ডায়ালাইসিস করাতেও পারে না। ডায়ালাইসিসের দর কমানোর পরও বিকল কিডনি রোগের রোগীরা শুধু টাকার অভাবে নিয়মিত ডায়ালাইসিস করাতে পারছে না।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘বাংলাদেশের সর্ববৃহৎ ডায়ালাইসিস সেন্টার ‘গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার’, গণস্বাস্থ্য নগর হাসপাতাল, গণস্বাস্থ্য কেন্দ্র জনহিতকর দাতব্য ট্রাস্টের একটি থঅলাভজনক প্রতিষ্ঠান। সমাজের অবস্থাসম্পন্ন ব্যক্তিদের সহয়তায় প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩২০ জন বিকল কিডনি রোগীর নামমাত্র খরচে গুণগত মানের সেবা নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছে।’ বিজ্ঞপ্তিতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ‘আপনাদের সাহায্য প্রয়োজন, যারা সামর্থ্যবান দেশ-বিদেশে বসবাস করেন তারা দান করুন, জাকাত দিন। কোনো সাহায্য ক্ষুদ্র নয়। নিজে দান করুন, প্রিয়জনের নামে দান করুন। বন্ধুবান্ধবকে দান করতে সাহায্য করুন।’ সব রকম দান আয়কর মুক্ত।’
নিম্নের যে কোনো অ্যাকাউন্টে আপনার জাকাত/দান পাঠাতে অনুরোধ করা হয়েছে।
১. হিসাবের নাম : গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ এলিফেন্ট রোড শাখা, নিউমার্কেট, ঢাকা, হিসাব নং- ০১৭১১০১০০০০০১০৫৮, ২. হিসাবের নাম : গণস্বাস্থ্য নগর হাসপাতাল, প্রিমিয়ার ব্যাংক, পান্থপথ শাখা, ঢাকা। হিসাব নং-১৪৪১১১০০০০০৬৮, বিকাশ অ্যাকাউন্ট : ০১৭৩৩৯৯১৩৯১।
ঠিকানা: গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার, গণস্বাস্থ্য নগর হাসপাতাল, ১৪/ই, রোড নং ৬ ধানমণ্ডি, ঢাকা ১২০৫।
পিবিএক্স-+৮৮০২৪১০৬০৯৩০-৩৪,+৮৮০৯৬০২১১১৯৪০৪১, ০১৭০৯৬৬৩৯৯৪, ০১৪০১১৭১৭৪২, (এক্স: ০, ১০০,১১১,১৯৯)।
E-mail: donation@gonoshasthayakendra.org, web: gonoshasthayakendra.org বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
ধুনটে ট্রাকটরে পিষ্ট হয়ে শিশু নিহত আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি : ডিজি আইএসপিআর ইউরোপ যেতে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়াদের ১২ ভাগই বাংলাদেশী সব হজযাত্রীর ভিসা হবে, সঠিক সময়েও যাবে : ধর্মমন্ত্রী পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি এখনই বাতিল নয় : সুপ্রিম কোর্ট এক মাসে ১৩৪ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ চট্টগ্রাম বিমান বন্দর : ৩ কোটি টাকার সৌদি রিয়াল ও ডলার উদ্ধার ‘পাকিস্তানে ৯ মের সহিংসতায় দায়বদ্ধতার স্থান থেকে তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে’ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার গাজা-ইসরাইল ক্রসিংয়ে ইসরাইলি বাহিনীর উপর হামাসের হামলা তরুণ্যেই অর্ধশতাধিক ইসলামী সঙ্গীতের রচয়িতা

সকল