২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বিএমএ’র শোক দিবস পালন

-

জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
গতকাল সোমবার বিএমএ সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিএমএ নেতৃবৃন্দ বনানী কবরস্থানে বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ সবার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও বিশেষ মুনাজাত করেন। এর আগে ভোরবেলা তোপখানা রোডস্থ বিএমএ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। আসরের নামাজের পর বিএমএ ভবনে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সবার রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও দুস্থদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএ’র সহসভাপতি ডা: কনক কান্তি বড়–য়া, ডা: মো: জামাল উদ্দিন খলিফা, কার্যকরী পরিষদ সদস্য ডা: মো: শফিকুর রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা: মো: কামরুল হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক ডা: তারিক মেহেদী পারভেজ, প্রচার সম্পাদক ডা: মো: মাহবুবুর রহমান বাবু, প্রমুখ। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement