Naya Diganta

বিএমএ’র শোক দিবস পালন

জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
গতকাল সোমবার বিএমএ সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিএমএ নেতৃবৃন্দ বনানী কবরস্থানে বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ সবার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও বিশেষ মুনাজাত করেন। এর আগে ভোরবেলা তোপখানা রোডস্থ বিএমএ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। আসরের নামাজের পর বিএমএ ভবনে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সবার রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও দুস্থদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএ’র সহসভাপতি ডা: কনক কান্তি বড়–য়া, ডা: মো: জামাল উদ্দিন খলিফা, কার্যকরী পরিষদ সদস্য ডা: মো: শফিকুর রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা: মো: কামরুল হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক ডা: তারিক মেহেদী পারভেজ, প্রচার সম্পাদক ডা: মো: মাহবুবুর রহমান বাবু, প্রমুখ। বিজ্ঞপ্তি।