২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


দেশের মানুষ বেহেশতে নয়, কষ্টে আছে সন্দেহ নেই : বাণিজ্যমন্ত্রী

-

বেহেশত দোজখ মরার পরে হয়, জীবিত অবস্থায় বেহেশত হয় না, এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন সেটা আমার কনসার্ন নয়, তবে আমি জানি মূল্যবৃদ্ধির কারণে দেশের মানুষ কষ্টে আছে, তাতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মূল্যবৃদ্ধির বিষয়টি গ্লোবাল পরিস্থিতির কারণ উল্লেখ করে ধৈর্য ধরে সাশ্রয়ী হয়ে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ তার। জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ব্যাপারে ট্যারিফ কমিশনের বসার কথাও জানান মন্ত্রী।
গতকাল দুপুরে রংপুর মহানগরীর নিজ বাসভবন ইসমান ভুবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিন দিনের সফরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রংপুর আসেন রোববার সকাল ১০টায়। উঠেন নগরীর সেন্ট্রাল রোডের ইসমাত ভবন নিবাসে। সেখানে তিনি দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
জ্বালানি তেলের মূল্যের বিষযে বাণিজ্যমন্ত্রী বলেন, তেলের দাম বিশ্ববাজারে কমেছে। কিন্তু আমাদের দেশে ডলারের দাম অনেক বেশি বেড়েছে। যার কারণে আমরা যে আশা করেছিলাম বাংলাদেশে তেলের দামের প্রভাব পড়বে। সেটা নিয়ে আমরা ভাবছিলাম। আমরা বসব। হিসাব করতে হবে, যে কী পরিমাণ দাম কমল, আর ডলারের ভেল্যুটা বেড়ে যাওয়ার কারণে তাতে তেলের দামে কী প্রভাব পড়বে। আমাদের ট্যারিফ কমিশন এ নিয়ে তাদের সাথে বসবে। যেটা যৌক্তিক হয়, সেভাবে তারা ক্যালকুলেশন করে, সেটা দেখে তারা সিদ্ধান্ত নিবে তেলের দাম কী ধরনের কম হওয়া উচিত।
তিন দিনের সফরে রংপুর মহানগরী, পীরগাছা ও কাউনিয়ার বিভিন্ন সরকারি বেসরকারি কর্মসূচিতে অংশ নেবেন।

 


আরো সংবাদ



premium cement