২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

নাহিয়ানের মৃত্যুতে বিএনপির শোক

-

ঢাকার দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গুলশানে আরব আমিরাতে দূতাবাসে গিয়ে এই শোক প্রকাশ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য দূতাবাসে রক্ষিত শোক বইতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শোক প্রকাশ করেন।
পরে সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা শোক জানাতে এখানে এসেছি। বাংলাদেশে ও আরব আমিরাতের মধ্যকার সম্পর্ক অনেক গভীর, দীর্ঘদিনের। বিশেষ করে এই সম্পর্ক স্থায়ী করার পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনেক অবদান রয়েছে। দুই দেশের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে তার মূল ভিত্তি নির্মাণ করেছেন প্রেসিডেন্ট জিয়া। গত ১৩ মে ৭৩ বছর বয়সী শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা যান।


আরো সংবাদ



premium cement