০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন : মুসলিম লীগ

-

সন্তান-সম শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও অর্ধেক ভাড়ার দাবি ন্যায়সঙ্গত ও অধিকারমূলক। তাদের যৌক্তিক দাবি অবিলম্বে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে মেনে নেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ। গতকাল বেলা ১১টায় বাংলাদেশ মুসলিম লীগের ঢাকায় উপস্থিত নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় দলীয় নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। সভাপতি অ্যাডভোকেট বদরুদ্দোজা সুজার সভাপতিত্বে পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন, দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, আনোয়ার হোসেন আবুড়ী, সহসভাপতি নজরুল ইসলাম, অ্যাডভোকেট জসীমউদ্দিন, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, কাজী এ এ কাফী, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা, অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, এস এম আনিসুজ্জামান মানিক, মো: নূর আলম, আব্দুল আলিম, মো: মামুন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় বিশেষত নিরাপদ সড়কের দাবিতে তাদের বারবার রাস্তায় নামতে হচ্ছে, যা কারো কাম্য নয়। এমতাবস্থায় গণ-পরিবহনে ছাত্রছাত্রীদের অর্ধেক ভাড়ার দাবি যৌক্তিক ও সময়োপযোগী বিধায় অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার জোর দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। সভায় সাংগঠনিক আলোচনার পাশাপাশি আগামী ৩০ ডিসেম্বর মুসলিম লীগের ওয়ার্কিং কমিটির সভা ও ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement