২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


কাশ্মিরে মাদকবিরোধী পোস্টার প্রতিযোগিতা

-

ভারতের কাশ্মির বিশ্ববিদ্যালয়ে গত শুক্রবার ছাত্রছাত্রীদের মধ্যে মাদকের অপব্যবহার ও কুফল নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক উন্মুক্ত পোস্টার অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কাশ্মির বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ বিভাগ ‘মাদককে না বলুন’ শীর্ষক এ উন্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের চান্দিভবন চত্বরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কাশ্মির বিশ্ববিদ্যালয়ের কালচারাল অফিসার শাহীদ আলী খান বার্তা সংস্থাকে বলেন, বিপুলসংখ্যক শিক্ষার্থী এই আয়োজনে সাড়া দিয়েছেন এবং আবেদন করেছেন। কিন্তু আমরা কোভিড-১৯ এর কারণে বাছাইকৃতদের অংশগ্রহণের সুযোগ দিয়েছি। শিক্ষার্থীরা মাদকের অপব্যবহার রোধে দারুণ সব আইডিয়া ব্যক্ত করেছেন। অংশগ্রহণকারী সৈয়দ আয়েশা রাশিদ বলেন, পোস্টারের মাধ্যমে আমরা মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। তিনি বলেন, আমরা খবরে দেখতে পাই শিশুরাও এখন মাদকাসক্ত হয়ে পড়ছে, যা আমাদেরকে ভয়াবহ এক ভবিষ্যতের ইঙ্গিত দেয়। অপর একজন অংশগ্রহণকারী আনাস রশিদ বলেন, বেকারত্ব, দুশ্চিন্তা, অবসাদ ও হতাশা থেকে তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে পড়ে। আমরা এর বিরুদ্ধে মানুষকে সচেতন করতে চাই।


আরো সংবাদ



premium cement