২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


শিক্ষাবিদ ড. শামসুর রহমানের ইন্তেকাল

-

শিক্ষা বিভাগের সাবেক পরিচালক ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ ড. মো: শামসুর রহমান গত বৃহস্পতিবার ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালে আন্তরিক শোক প্রকাশ করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ বি এম ফজলুল করীম। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, আমরা তার ইন্তেকালে আন্তরিক শোক ও সমবেদনা প্রকাশ করছি। ড. মো: শামসুর রহমানের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী এবং দুই ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিবৃতিতে তিনি আরো বলেন, ড. মো: শামসুর রহমান ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ। ছিলেন রাজশাহী শিক্ষা বিভাগের সাবেক পরিচালক ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ। এ ছাড়াও তিনি ঢাকার বিজ্ঞান জাদুঘরের সাবেক পরিচালক। তার ইন্তেকালে জাতি একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষককে হারাল। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement