০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


২ জেলায় দু’জন নিহত

-

ঢাকার সাভারে এক মোটরসাইকেল আরোহী মহিলা ও দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেনÑ আরো একাধিক ব্যক্তি। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাকায় হাসান নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের আমতলী বাজারের আগে ব্রহ্মপুর মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে ইস্পাহানি চা বোঝাই ট্রাকের সামনের দু’টি চাকা একসাথে বিকল হলে ট্রাকটি মহাসড়কে উল্টে যায়। এ সময় দিনাজপুর কোতোয়ালি থানার পূর্ব মোহনপুর গ্রামের ওসমান গণির ছেলে দিনমজুর হাসান আলী (৫৫) ওই পথ দিয়ে বাড়ি হতে বাইসাইকেলে আমবাড়ি বাজারে যাওয়ার পথে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। চিরিরবন্দর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল হলে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ওসি সুব্রুত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক আছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভারে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের তালবাগ এলাকায় হুমাইরা রহমান (২৫) নামে ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তিনি সাভারের ফুলবাড়িয়া পানপাড়া এলাকার ফার্মেসি ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী। একই সময় নিহতের স্বামী মোটরসাইকেলের চালক মিজানুর রহমান গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা ধাওয়া করে কাভার্ড ভ্যান ও চালকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাত করিম জানান, সাভারের রাজ ফুলবাড়িয়া থেকে মোটরসাইকেলে স্বামী-স্ত্রী সাভারের দিকে আসছিলেন। পথে কাভার্ড ভ্যানের চাপায় হুমাইরা রহমানের মৃত্যু হয়েছে।


আরো সংবাদ



premium cement