২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষকের জামিন বহাল

-

চট্টগ্রামে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) তিন শিক্ষক ড. মাহবুব রহমান, কাওসার আহেমেদ ও নিজাম উদ্দিনের জামিন বাতিল করে তাদের আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে ওই তিন শিক্ষকের জামিন বহাল রয়েছে। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ। তিন শিক্ষকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড (এওআর) মধুমালতী চৌধুরী বড়–য়া।
গত বছর ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের অভিযোগে দুই দিন পর ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহসম্পাদক কামাল উদ্দিন বাদি হয়ে ওই বছরের ১০ ফেব্রুয়ারি সীতাকুণ্ডু থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করেন। মামলায় বলা হয়, ওই তিন শিক্ষকের প্ররোচনায় ইসলামী ছাত্রশিবিরের ক্যাডাররা হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। ওই তিন শিক্ষক জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ মামলায় ওই তিন শিক্ষক হাইকোর্টে জামিনের আবেদন করলে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। এরপর তারা গত বছর ১৬ মার্চ চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠায়। এরপর তারা হাইকোর্টে জামিন আবেদন করলে হাইকোর্ট একই বছরের ২০ সেপ্টেম্বর তাদের জামিন মঞ্জুর করলে তারা কারাগার থেকে মুক্তি পান।


আরো সংবাদ



premium cement