২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


হিলিতে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত

-

পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন হিলির ডাঙ্গাপাড়া এলাকায় লাইনচ্যুত হয়েছে। তবে বড় রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনের শত শত যাত্রী।
এ দিকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনায় পার্বতীপুর থেকে সান্তাহার, রাজশাহী, খুলনা ও ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার বিরামপুর রেলস্টেশন অতিক্রম করে জয়পুরহাটের উদ্দেশে যাওয়ার সময় বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে হিলির ডাঙ্গাপাড়া নামক এলাকায় রেলের নির্মাণাধীন ব্রিজের উপর এসে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের পেছনের দিক থেকে তিন নম্বর বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। তবে ট্রেনের বগিসহ যাত্রীরা অক্ষত ছিলেন।
বিকেলে হিলি রেলস্টেশন মাস্টার রুহুল আমিন জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। ট্রেন চলাচল কখন নাগাদ স্বাভাবিক হতে পারে এই মুহূর্তে সঠিক বলা যা”ে ছনা। তবে তিনি জানান, উদ্ধারকাজ সমাপ্ত হলেই ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে।

 


আরো সংবাদ



premium cement