০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


হিলির বাজারে ৫০ থেকে ৬০ টাকা কমেছে পেঁয়াজের দাম

-

ভারত সীমান্তবর্তী হিলিতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সীমান্তবর্তী হাটবাজারগুলোতে দাম কমেছে কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা। স্থানীয় বাজারে দুই দিন আগেও যে পেঁয়াজ ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হয়েছে, সেই একই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে। দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি দরে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের ঝটিকা অভিযান, অন্য দিকে ভারত থেকে চোরাইপথে পেঁয়াজ আসায় দাম কমতে শুরু করেছে। বাজারগুলোতে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দাম কমে এসেছে বলে মনে করেন সীমান্তবর্তী হাটবাজারগুলোর ব্যবসায়ীরা। এ দিকে দীর্ঘ দিন পর বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করায় স্বস্তি ফিরতে শুরু করেছে ক্রেতা-বিক্রেতাদের মাঝে। ফলে বাড়তে শুরু করেছে পেঁয়াজের বেচাকেনা। হিলি বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, দুই দিন আগে একজন ক্রেতা আড়াই শ’ গ্রাম থেকে হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কিনলেও এখন দাম কিছুটা কমে আসায় সেসব ক্রেতা এক কেজি থেকে দুই কেজি করে পেঁয়াজ কিনছেন।

 


আরো সংবাদ



premium cement