০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


সন্ত্রাস ও মাদক দমনে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে : মাওলানা শাহ আতাউল্লাহ

-

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আতাউল্লাহ বলেছেন, সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকাসক্তি দূরীকরণে প্রতিটি মানুষের জন্য ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কুরআন ও সুন্নাহর সহিহ দীক্ষা পেলে সমাজে কোনো মানুষ খুন বা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হবে না। মাদকের ঘৃণ্য থাবায় নষ্ট হবে না। ইতিহাস সাক্ষী আল্লাহ প্রদত্ত কুরআনি শিক্ষাব্যবস্থা যা মুহাম্মদ সা:কে দিয়ে পাঠানো হয়েছিল, তা প্রয়োগে তিনি আইয়্যামে জাহিলিয়্যাতের বর্বর জাতিকে সোনালি জাতিতে রূপান্তর করতে সক্ষম হয়েছেন।
গতকাল কামরাঙ্গীরচর হুসনুল কুরআন মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। হুসনুল কুরআন মাদরাসার মুহতামিম মুফতি সুলতান মহিউদ্দীনের সভাপতিত্বে মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেনÑ জামিয়া নূরিয়ার শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, শায়খুল হাদিস মাওলানা আবু আশরাফ, মাওলানা ওমর ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement