০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


কেন্দ্রীয় প্রয়াসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

-

বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রয়াস বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল প্রয়াস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ৫টি বিশেষ শিক্ষা স্কুল (স্কুল অব অটিজম, স্কুল অব ফিজিক্যালি চ্যালেঞ্জড, স্কুল অব ভিজুয়্যাল ইমপেয়ারমেন্ট, স্কুল অব হেয়ারিং ইমপেয়ারমেন্ট, স্কুল অব ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জড), প্রত্যয় ইনক্লুসিভ ইংলিশ মিডিয়াম স্কুল, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অ্যাডাল্ট লেইজার অ্যান্ড লার্নিং প্রোগ্রাম, বৈকালিক বিশেষ শিক্ষা স্কুল এবং উচ্চশিক্ষা কার্যক্রমের (প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, পাইজার) শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে দুই দিনব্যাপী একীভূত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৭৩টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার লাভ করেছে মোট ২১৯ জন শিক্ষার্থী এবং সব শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়। সমাপনী দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান। তিনি বিশেষ শিশুদের অসামান্য কৃতিত্বে শিশুসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। তিনি তার বক্তব্যে প্রয়াসের বহুমুখী কার্যক্রমকে আরো বেগবান করতে সমাজের বিত্তবান ব্যক্তিসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ছাড়াও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক মিডিয়াকর্মী, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও বিপুল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রয়াসের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ কর্নেল মো: নুরুল হুদা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কেন্দ্রীয় প্রয়াসের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম রেজাউল মজিদ। আইএসপিআর।


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম লক্ষ্য সিরিজ জয় : শান্ত পেকুয়ায় বজ্রপাতে ২ লবণশ্রমিকের মৃত্যু গাজীপুরে নিখোঁজ পোশাকশ্রমিকের লাশ উদ্ধার চলচ্চিত্রে সমস্যা ও উত্তরণে গোলটেবিল বৈঠক হ্যাটট্রিক হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশের নয়া দিগন্তে সংবাদ প্রকাশে বন্ধ হলো সেই বিলের মাটি কাটা বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় বৃত্তি বাড়াতে আগ্রহী রাশিয়া উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশী ১০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ এমপি-মন্ত্রী-সচিবের আত্মীয় এগুলো দেখার প্রয়োজন নেই : ভোটগ্রহণ কর্মকর্তাদের ইসি সচিব বগুড়ায় শজিমেক ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ১৩

সকল