১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


কেন্দ্রীয় প্রয়াসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

-

বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রয়াস বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল প্রয়াস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ৫টি বিশেষ শিক্ষা স্কুল (স্কুল অব অটিজম, স্কুল অব ফিজিক্যালি চ্যালেঞ্জড, স্কুল অব ভিজুয়্যাল ইমপেয়ারমেন্ট, স্কুল অব হেয়ারিং ইমপেয়ারমেন্ট, স্কুল অব ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জড), প্রত্যয় ইনক্লুসিভ ইংলিশ মিডিয়াম স্কুল, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অ্যাডাল্ট লেইজার অ্যান্ড লার্নিং প্রোগ্রাম, বৈকালিক বিশেষ শিক্ষা স্কুল এবং উচ্চশিক্ষা কার্যক্রমের (প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, পাইজার) শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে দুই দিনব্যাপী একীভূত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৭৩টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার লাভ করেছে মোট ২১৯ জন শিক্ষার্থী এবং সব শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়। সমাপনী দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান। তিনি বিশেষ শিশুদের অসামান্য কৃতিত্বে শিশুসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। তিনি তার বক্তব্যে প্রয়াসের বহুমুখী কার্যক্রমকে আরো বেগবান করতে সমাজের বিত্তবান ব্যক্তিসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ছাড়াও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক মিডিয়াকর্মী, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও বিপুল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রয়াসের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ কর্নেল মো: নুরুল হুদা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কেন্দ্রীয় প্রয়াসের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম রেজাউল মজিদ। আইএসপিআর।


আরো সংবাদ



premium cement
প্লে-অফের ১টি জায়গার জন্য লড়াইয়ে ৩ দল, ধোনি, কোহলি, রাহুলদের কে পাবেন টিকিট? ফরিদগঞ্জে ২৪ ঘণ্টায় ২ জনের আত্মহত্যা মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ৫২ হাজার কোটি টাকা খরচ হচ্ছে কেন? মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রাফা অভিযান : ইসরাইলকে সতর্কবার্তা ১৩ পররাষ্ট্রমন্ত্রীর ‘অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া চুয়াডাঙ্গার তাপমাত্র আবা‌রো ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই নির্বাচনের পরেও সে কথাই বলেছে যুক্তরাষ্ট্র : ড. মঈন খান ভালুকায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৫ সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, মেসির অবস্থান কোথায়? ৩৬ বছর শিক্ষকতার পর রাজকীয় বিদায়

সকল