০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


রোহিঙ্গাদের তহবিল অপব্যবহার করা হচ্ছে না : এনজিও ফোরাম

-

রোহিঙ্গাদের সহায়তার জন্য সংগ্রহ করা তহবিল অপব্যবহার করা হচ্ছে না বলে দাবি করেছে আন্তর্জাতিক এনজিও ফোরাম।
গতকাল দেয়া এক বিবৃতিতে ফোরাম জানায়, কঠোর নিয়ম ও বিধিবিধান এবং সরকার অনুমোদিত অপারেশনাল কস্টের মান অনুসরণ করে আন্তর্জাতিক এনজিওগুলো রোহিঙ্গাদের সহায়তায় কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদনের পরই রোহিঙ্গাদের সহায়তায় কর্মসূচি হাতে নেয়া হচ্ছে। এনজিও কর্মকর্তাদের থাকা, খাওয়া, যাতায়াতসহ সব ধরনের খরচ ন্যূনতম সীমায় রেখে অপারেশনাল কষ্ট নির্ধারণ করা হয়। জবাবদিহিতার জন্য ফোরামের সব সংস্থা এনজিও ব্যুরোর কাছে নিয়মিত প্রতিবেদন দেয়। এ ছাড়া, আন্তর্জাতিক এনজিওদের সব কর্মসূচি ও আর্থিক বিবরণ স্বাধীনভাবে পর্যালোচনা ও অডিট করা হয়।
বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেকোনো ধরনের তদন্তকে আন্তর্জাতিক এনজিও ফোরাম সমর্থন দেবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে আন্তর্জাতিক এনজিওদের অপারেশন সংক্রান্ত যেকোনো তথ্য জনসমক্ষে যাচাই-বাছাই করা যেতে পারে।
প্রসঙ্গত, আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চেয়ারপারসন ও মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক গত ১৩ মার্চ সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, রোহিঙ্গাদের সহায়তার জন্য বাংলাদেশে আনা তহবিলের ৭৫ শতাংশই এনজিওগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করে। এনজিওগুলোর কর্মকর্তাদের থাকার জন্য গত ছয় মাসে ১৫০ কোটি টাকা বিল দেয়া হয়েছে। অনেক এনজিও অসৎ উদ্দেশ্যে কর্মকাণ্ড পরিচালনা করছে।


আরো সংবাদ



premium cement