২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে : নাসিম

-

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, যে যত কথাই বলুক, আর চক্রান্তকারীরা যত ষড়যন্ত্রই করুক, নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে। কেউ ঠেকাতে পারবে না। কোনো আন্দোলনই নির্বাচনকে বিলম্বিত করতে পারবে না।
গতকাল আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বৈঠকে ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্য গঠনের বিষয়ে আলোচনা উঠলে একাধিক নেতা অংশ নিয়ে বলেন, এ রকম ঐক্য এর আগেও হয়েছে। শুরুতেই জাতীয় ঐক্য হোঁচট খেয়েছে। এ ঐক্য টিকবে না। এ ছাড়াও ১৪ দল ঘোষিত সারা দেশের নির্বাচনী জনসভা সফল করার জন্য নেতাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, ড. কামাল হোসেন ও ব্যারিস্টার মইনুল হোসেনসহ কিছু চক্রান্তকারী আন্দোলনের নামে মাঠে নামছে চক্রান্ত করার জন্য। তাদের কোনো জনবল নেই, জনভিত্তি নেই। সুতরাং তাদের আন্দোলন সফল হবে না। তারা পরীতি গণতন্ত্রবিরোধী শক্তি। তাদের কথায় দেশের মানুষ বিভ্রান্ত হবে না।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ওনারা সিলেটের হজরত শাহজালাল রহ: মাজার থেকে শুরু করবেন, তাদের জন্য শুভ কামনা রইল। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ওরা তো অনেক দিন ধরে ঘরেই আছে। ১০ বছরে তারা ঘর থেকে বের হয়নি।
জোট সম্প্রসারণ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ১৪ দলের মুখপাত্র বলেন, এ ব্যাপারে নির্বাচনের শিডিউল ঘোষণার পর নেত্রী সিদ্ধান্ত নেবেন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার প্রসঙ্গে তিনি বলেন, উনি সাংবিধানিক পোস্টে থেকে এভাবে কথা বলতে পারেন না। উনি ওনার শপথ ভঙ্গ করছেন। সভায় জোটের শরিক দলের নেতা দীলিপ বড়–য়া, শেখ শহীদুল ইসলাম, শরীফ নুরুল আম্বিয়া, এস কে শিকদার, ডা: ওয়াজেদুল ইসলাম, ডা: শাহাদাৎ হোসেন, অসীত বরণ রায়, আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার বিপ্লব বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
রামেক হাসপাতালের দুদকের অভিযান চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার নোয়াখালীতে গরমে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ১৮ শিক্ষার্থী থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পদত্যাগ রাজশাহীর তাপমাত্রা ৪২ ডিগ্রি, হিটস্ট্রোকে যুবকের মৃত্যু বরিশালে যাত্রীবেশে উঠে চালকের গলায় ছুরি, প্রতারক দম্পতি গ্রেফতার রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে আরো ২ শিশুর মৃত্যু ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে বাংলাদেশের হার এনজিওর টাকা তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত ভিজিএফবঞ্চিতদের মানববন্ধনে উপজেলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে হামলা, আটক ২ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের খসড়ায় মানবাধিকার ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে : আর্টিকেল নাইনটিন ও টিআইবি

সকল