১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন গ্রেফতার

-

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের বিএনপি দলীয় চেয়ারম্যান রুহুল আমিনকে গ্রেফতার করেছে সিআইডি। ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা প্রতারণা ও জাল-জালিয়াতির মামলায় গতকাল তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে প্রায় ১১ কোটি টাকা মূল্যের সম্পত্তি আত্মসাতের অভিযোগে গত ২৫ মে ঢাকার আশুলিয়া থানায় রুহুল আমিনের বিরুদ্ধে আবদুল হাকিম নামের এক ব্যক্তি বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সিআইডি ঢাকার একটি দল গতকাল তাকে গ্রেফতার করে। গতকাল দুপুরে সিআইডির পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জনৈক মো: আবদুল হাকিম আশুলিয়া থানাধীন মৌজার পূর্ব নরসিংহপুরের সিএস ও এসএ ৯২ দাগ আরএস ২৭২ দাগ সিটি জরিপে ৯১৫ ও ৯১৯ দাগে ১৩৭.৫০ শতাংশ জমির প্রকৃত মালিক এবং ওই জমির মূল্য প্রায় ১১ কোটি টাকা।
গত ২৮ এপ্রিল আশুলিয়া এসি-ল্যান্ড অফিস হতে পাঠানো একটি নোটিশ হাতে পান আবদুল হাকিম।
ওই নোটিশের মাধ্যমে তিনি জানতে পারেন, ওই জমির নামজারি ও জমা খারিজের জন্য এক ব্যক্তি এসি-ল্যান্ড অফিসে আবেদন করেছেন। পরে তিনি এসি-ল্যান্ড অফিসে যোগাযোগ করলে তাকে জানানো হয় রুহুল আমিন নামের এক ব্যক্তি চারটি দলিল দাখিল করে ওই জমির মালিকানা দাবি করেছেন। বিষয়টি জানার পর আবদুল হাকিম গত ২৫ মে রুহুল আমিনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন। এ মামলায় সিআইডি তাকে গ্রেফতার করে। এ দিকে বিষয়টি গ্রেফতারকৃত উপজেলা চেয়ারম্যান রুহুল আমিনের নির্বাচনী এলাকা কুমিল্লার দেবিদ্বারের সামাজিক যোগাযোগ ফেজবুক সহ বিভিন্ন মহলে ও জেলাজুড়ে জানাজানি হলে ব্যাপক তোলপাড় শুরু হয়।


আরো সংবাদ



premium cement
হঠাৎ বেসামাল বাংলাদেশ, গুটিয়ে গেল অল্পতেই মারাত্মক বিপর্যয়ে বাংলাদেশ আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করলে দেশের সেবায় নিয়োজিত হব : ড. খন্দকার মোশাররফ এবার খুব ভালো ভোট পড়েছে তা বলব না : ওবায়দুল কাদের রশিতে কুবি ভিসির কুশপুত্তলিকা ঝুলালো শিক্ষক সমিতি! দেশে আরেকটি ডামি নির্বাচন হচ্ছে : রিজভী ‘আমার আর থাহার কোন জাগা নাইরে বাজান!’ তামিমের দ্বিতীয় ফিফটি, বড় সংগ্রহের ভিত গড়ছে বাংলাদেশ বাংলাদেশের জন্য মনোনীত মার্কিন বিশেষ রাষ্ট্রদূত মিল আগে যেসব দায়িত্ব পালন করেছেন বান্দরবানে কেএনএফের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন বম উজিরপুরে বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সকল