২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৪ লাখ, মৃত এক হাজার ৭০০

করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৪ লাখ, মৃত এক হাজার ৭০০ - ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে চার লাখ। মারা গেছে এক হাজার ৭০০-এর বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে চার লাখ ৮৪ হাজার ৩৩৩ জন। আর মৃত্যু হয়েছে এক হাজার ৭৮৩ জনের।

মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ কোটি ৬৯ লাখ পাঁচ হাজার ৪১৬ জনে। মৃতের সংখ্যা ৬৫ লাখ ৩০ হাজার ৩০৫ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৯ কোটি ৬৫ লাখ আট হাজার ২৪১ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৭৪ লাখ ৯৫ হাজার ৫৬১ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৭৮ হাজার ৬৫৬ জন।

আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ১৮৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৩৩৭ জনের।

এরপর আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৪৮ লাখ ৯৩ হাজার ২৪৭ জন। এক লাখ ৫৪ হাজার ৬৭২ জন মারা গেছেন।

আক্রান্তে চতুর্থ এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। আক্রান্ত তিন কোটি ৪৬ লাখ দুই হাজার ৭০৯ জন। মৃত ছয় লাখ ৮৫ হাজার ৪১০ জন।


আরো সংবাদ



premium cement