২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


সেরামের ৫০ লাখ ডোজ টিকার অনুমোদন ঔষধ প্রশাসনের

সেরামের ৫০ লাখ ডোজ টিকার অনুমোদন ঔষধ প্রশাসনের -

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে কেনা ৫০ লাখ ডোজ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। মঙ্গলবার অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার ভারত থেকে কেনা করোনা টিকার প্রথম চালানে ৫০ লাখ ডোজ বাংলাদেশে এসে পৌঁছেছে। আগামীকাল বুধবার এ টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতি ডোজ পাঁচ ডলার মূল্যে কেনা এ টিকা সংরক্ষণ করা হচ্ছে টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে। চার থেকে পাঁচ দিনের মধ্যে সারাদেশে তা বিতরণ করবে বেক্সিমকো।

এদিকে করোনার টিকাদান নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। যাতে অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল এবং মুগদা হাসপাতালের ৮৫ জন চিকিৎসক ও নার্স। প্রাথমিকভাবে ঢাকা শহরের পাঁচটি হাসপাতালে টিকার কার্যক্রম শুরু হবে।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা টিকা নিতে কাউকে জোর করা হবে না। স্বেচ্ছায় যারা টিকা নিতে চান, তাদেরই দেয়া হবে।


আরো সংবাদ



premium cement