০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


জেনিনে ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

জেনিনে ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা - ছবি : সংগৃহীত

দখল করা পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত এবং ১০ জন আহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে প্রায় ৩০টি ইসরাইলি সামরিক যান জেনিন ঘিরে রাখে। তারা আল-মারাহ এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে গাড়িতে থাকা চার ব্যক্তির তিনজন নিহত হন। অপরজন মারাত্মকভাবে আহত হন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতরা হচ্ছেন বারা লাহলু (২৪), ইউসুফ সালাহ (২৩) ও লাইস আবু সুরুর (২৪)।
ইসরাইলি সেনাবাহিনী হিব্রুতে এক সংক্ষিপ্ত বার্তায় জানায়, তারা দুটি ভিন্ন স্থানে অস্ত্র তল্লাসি চালাচ্ছিল। তাদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে। এরপর সেনাবাহিনী গুলি চালায়। সেনাবাহিনী দুটি এম-১৬ অ্যাসাল্ট রাইফেলসহ অস্ত্র ও গুলি উদ্ধার করে।

জেনিনের অধিবাসীরা জানায়, তারা ধারণা করছে যে রাইদ হাজেমের বাড়ি ধ্বংস করতে এসেছিল ইসরাইলি বাহিনী। রাইদ ৭ এপ্রিল তেল আবিবে গুলিবর্ষণ করে তিন ইসরাইলিকে হত্যা করেছিলেন। পরে তিনি গুলিতে নিহত হন।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement