২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে কাল থেকে রোজা - ছবি : সংগৃহীত

সৌদি আরবে আজ শুক্রবার চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার দেশটিতে পবিত্র রমজান শুরু হচ্ছে।
এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইয়েমেন, জর্ডান, কুয়েত, তুরস্ক, মিসর ও অস্ট্রেলিয়াতেও চাঁদ দেখা গেছে। ফলে এসব দেশেও আগামীকাল থেকে রোজা পালিত হবে।

বাংলাদেশে আগামীকাল শনিবার চাঁদ দেখা কমিটির বৈঠক হবে।

নিউজ পাবলিকেশন হারামাইন শারিফাইন জানায়, সৌদি আরবের বেশ কয়েকটি স্থান থেকে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার পবিত্র রমজান শুরু হবে।

সৌদি আরব, আমিরাতে শনিবার রোজা শুরু হলেও মধ্যপ্রাচ্যের অনেক দেশে শুরু হবে রোববার। ওমানের কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে রোজা শুরু হবে রোববার।

আর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জার্মানিসহ আরো কয়েকটি দেশেও শনিবার শুরু হচ্ছে রোজা।

এছাড়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় রোববার থেকে রোজা শুরু হতে পারে।


আরো সংবাদ



premium cement