১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


বৈরুত বিস্ফোরণ

বিয়ের সাজে ফটোশুট চলছিল, বিস্ফোরণ হতেই সেই অবস্থায় ছুটলেন কনে(ভিডিও)

- ছবি : সংগৃহীত

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে গেল লেবাননের রাজধানী বৈরুত। সেই মুহূর্তের কিছু ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরাচ্ছে।

কোথাও দেখা যাচ্ছে সুন্দরী এক নারী বিয়ের সাজে ছবির জন্য পোজ দিচ্ছিলেন, এমন সময়ে কেঁপে উঠল সবকিছু। ক্যামেরা নড়েচড়ে গেল। লম্বা সাদা পোশাক পরেই কনেকে ছুটে পালাতে দেখা গেল।

ভিডিও দেখতে ক্লিক করুন

কোথাও বা এক মহিলা বারান্দা ঝাঁট দিচ্ছিলেন। বারান্দার পাশে ছোট্ট একটি মেয়ে বসেছিল। আচমকাই বারান্দায় বিশাল ঝাঁকুনি। উড়ে গেল সবকিছু। মেয়েটিকে কোলে নিয়ে দৌড়ে ঘরে ঢুকে গেলেন সেই নারী।

 ভিডিও দেখতে ক্লিক করুন।

আরেকটি ভিডিও দেখা যাচ্ছে, এক বাবা তার ছোট্ট ছেলেকে কীভাবে বাঁচাবেন বুঝতে পারছেন না। ছেলে ভয় পেয়ে গিয়েছে। ঘরের মধ্যে সন্তানকে কোলে নিয়ে এদিক থেকে ওদিক ঘুরছেন। শেষমেশ টেবিলের তলায় ঢুকিয়ে দেয় তাকে।

 ভিডিও দেখতে ক্লিক করুন।

প্রথম ভিডিওটির ভিউজ ইতোমধ্যেই ২.‌৬ মিলিয়ন ছাড়িয়েছে। আর দ্বিতীয়টি ৫৪৬.৪ হাজার। ৩৮৩.৭ হাজার মানুষ দেখেছে ভিডিওটি। সারা বিশ্বের মানুষ ভিডিওগুলো দেখে আতঙ্কিত।

এর সঙ্গে ছড়িয়ে পড়েছে বিস্ফোরণের কিছু ভয়াবহ ভিডিও। ভিডিওর শেষে দেখা যাচ্ছে, যারা ভিডিও করছিলেন, তাদের হাত থেকে ফোন ছিটকে যায়। আশেপাশে সবকিছু ভেঙে টুকরো হয়ে হাওয়ায় উড়তে থাকে।

মঙ্গলবার বিকেলে স্থানীয় সময় সন্ধ্যায় বৈরুতের বন্দরে পর পর দু’‌টি বিস্ফোরণ হয়। এতটাই তীব্র ছিল সে দু’‌টি বিস্ফোরণ, যে ২৪০ কিলোমিটার দূরে সাইপ্রাস দ্বীপেও তা শোনা গিয়েছে। সেখানকার লোকজন ভেবেছিলেন ভূমিকম্প হয়েছে। ভগ্নস্তূপে পরিণত গোটা বৈরুত। আশপাশের ঘরবাড়ি ভেঙে যায়। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১০০। আহত হয়েছেন চার হাজারেরও বেশি মানুষ।

লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানিয়েছেন, বৈরুত বন্দরের একটি গুদামে ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট জমা ছিল। তার জেরেই দুর্ঘটনা।

দিয়াবের কথায়, ‘‌এটা কিছুতেই মানা যায় না, যে ছয়‌ বছর ধরে একটি গুদামে ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট জমা রয়েছে। কোনো সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়নি। এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’ আজকাল


আরো সংবাদ



premium cement
পরকীয়া প্রেমিক যুগলের গলায় জুতার মালা : চেয়ারম্যান বরখাস্ত সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা রংপুরে রেয়াত পদ্ধতি চালুসহ ৪ দফা দাবিতে মানববন্ধন নতুন কোচের সন্ধানে বিসিসিআই, তাহলে কি দ্রাবিড়ের বিদায়! থাইল্যান্ডে এ বছর হিটস্ট্রোকে ৬১ জন প্রাণ হারিয়েছে : সরকার নির্বাচন শেষ হলে আরো সত্য ঘটনা সামনে আসবে, ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে শাহজাহান রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ যান্ত্রিক ত্রুটি নিয়ে চট্টগ্রামে জরুরি অবতরণ, প্রাণে বাঁচলেন ৭ ক্রুসহ ১৯১ যাত্রী ভূরুঙ্গামারীতে ভটভটিতে উঠতে গিয়ে শিশু নিহত প্রতিটি মানুষকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী দুমকীতে হত্যা মামলার আসামি বাবা-ছেলে গ্রেফতার

সকল