৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


কুয়েতে করোনা আতঙ্ক : ২ সপ্তাহের ছুটি ঘোষণা

-

করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে দুই সপ্তাহ ছুটি ঘোষণা করেছে কুয়েত। দেশটিতে ৭২ জন করোনায় আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে সরকার এ ঘোষণা দেয়। আল-জাজিরা এ খবর জানিয়েছে।

সরকারি ওই ঘোষণায় বলা হয়, বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত দেশটির সব প্রতিষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে। এমনকি আগামীকাল শুক্রবার থেকে কুয়েত সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কোনো ফ্লাইট আসা-যাওয়া করবে না পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত।

তবে সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, বিদেশ থেকে দেশটির করোনা আক্রান্ত রোগীদের আনার জন্য এই বিমান ও কার্গোবিমান চালু থাকবে।

ঘোষণায় আরো বলা হয়েছে, জনসমাবেশ, যেমন- মার্কেট, ক্যাফে ও হেলথ ক্লাবগুলোতেও যেতে নিষেধ করা হয়েছে।

বিশ্বব্যাপী করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৬৩৪ জন। আক্রান্ত এক লাখ ২৬ হাজার ৩৮০ জন।


আরো সংবাদ



premium cement