২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


শিক্ষক আত্তীকরণ ত্বরান্বিত করুন

-

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যেসব উপেজলায় সরকারি স্কুল কলেজ নেই সেখানে একটি করে স্কুল ও কলেজ সরকারীকরণের ঘোষণা দেন। সে মোতাবেক ২০১৮ সালের ৮ আগস্ট দেশের বিভিন্ন এলাকার তিন শতাধিক স্কুল ও কলেজ জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু অদ্যাবধি জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীদের চাকরি আত্তীকরণ করা হয়নি। এরই মধ্যে অনেক শিক্ষক-কর্মচারী অবসরে চলে গেছেন ও যাচ্ছেন। তারা সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তি নিয়ে চরম হতাশাগ্রস্ত। দেশে করোনা মহামারীতে সব মানুষ বিপর্যস্ত। অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরাও এর বাইরে নন। জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আর্থিক দৈন্য ও হতাশা লাঘবের জন্য শিক্ষক কর্মচারীদের চাকরি আত্তীকরণ ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার আশু সুদৃষ্টি কামনা করছি।
জাকারিয়া সেলিম, ইসলামপুর, জামালপুর


আরো সংবাদ



premium cement