২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সামাজিক সহাবস্থান

-

ধনী-গরিব, উঁচু শ্রেণী, ‘নিম্ন’ শ্রেণী সবাই পাশাপাশি বাস করুক। উঁচু শ্রেণী যেন এমন আচরণ না করে যেটা শোষণ ও জুলুমের পর্যায়ে চলে যায়। উচ্চবিত্ত শ্রেণীর কিছু মানুষ গরিবদের অঘোষিত গোলাম ভাবতে থাকেন। এমন ভাবখানা তৈরি হয় যেন তার আধিপত্যটা জন্মগত স্বভাব। সামাজিক নিয়ম কানুন নিজের আওতাধীন করে ফেলেন।
একশ্রেণীর পরজীবী তাদের পেছনে থাকে। গরিবের ন্যায্য অধিকার, সামাজিক কথা বলার শক্তি, তার অনুভূতি কেউ মূল্যায়ন করতে চায় না সহজে। যুগের পর যুগ একশ্রেণী দ্বারা অন্য শ্রেণী নিগৃহীত হয়েছে; তার খুব একটা সুবিচার পাওয়া যায় না।
এই গণ্ডি থেকে বের হয়ে আসা দরকার। সবার মাঝে ভালো বোঝাপড়া থাকলে সমাজের সব শ্রেণীর সহাবস্থান নিশ্চিত করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায়, অশিক্ষিত মানুষ শিক্ষিত মানুষের চেয়ে ভালো আচরণ করে।
সব শ্রেণী মানুষের মাঝে সহমর্মিতা, সহযোগিতা ও শ্রদ্ধাই পারে কাছে আনতে। সমাজের উঁচু শ্রেণীতে যাদের স্থান তারা যদি নিম্ন শ্রেণীর মানুষের সাথে কথা না বলে বরং তাদের অগ্রাহ্য করে চলে, নিম্ন শ্রেণীর মানুষটার অসহায়ত্ব যেমন বাড়বে তার অপরাধের পরিধিও বৃদ্ধি পেতে পারে।
আসুন, একজন অপরজনের প্রতি দয়া ও ভালোবাসা নিবেদন করি এবং সমাজটাকে বাসযোগ্য করে গড়ে তুলি।
সাঈদী আলম
শিক্ষক ও প্রাবন্ধিক, চট্টগ্রাম


আরো সংবাদ



premium cement